নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের সংক্রমণকালীন সময়ে ফোর্সদের মনোবল বৃদ্ধিতে পুলিশ সদস্যদের জন্য কল্যানমূলক কাজের অংশ হিসেবে আয়োজন করা হয় পুলিশ কমিশনার কাপ আন্তঃকোম্পানি ফুটবল টুর্নামেন্ট ২০২১।
শুক্রবার ৩০ জুলাই, বিকাল ৪ টার সময় উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরমিন জাহান, সভানেত্রী, পুনাক, সিএমপি, চট্টগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ হাসান জ্যাকি, পরিচালক, ফোর এইচ গ্রুপ।
গত ২৭ জুলাই, থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্ণামেন্টে বিজয়ী হয় শহীদ আকরাম হোসেন কোম্পানি।
টুর্নামেন্টের সেরা গোলদাতা তানভীর আহমেদ ও সেরা গোলরক্ষক নুরুল ইসলাম। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।