নিজস্ব প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার ১২ আগস্ট, পুলিশ সুপারের কার্যালয়, নীলফামারী এঁর কনফারেন্স রুমে বিকাল ৪ টায় পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মাসিক অপরাধ পর্যালোচনা সভা।
মাসিক অপরাধ ও পর্যালোচনা শুরুতে পুলিশ সুপার নীলফামারী (জুলাই-২০২১) মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য প্রদত্ত পুরস্কার অফিসারদের হাতে তুলে দেন।
রেঞ্জ ডিআইজি অফিস রংপুর হতে পুরস্কারপ্রাপ্ত ৪ জন অফিসারদের নামের তালিকা যথাক্রমে,
বিশেষ পুরষ্কারঃ মোঃ ফজলুর রহমান,পুলিশ পরিদর্শক,(তদন্ত) জলঢাকা থানা, নীলফামারী ( স্বল্প সময়ের মধ্যে সুদের টাকা লেনদেনের জেরে হত্যা মামলার রহস্য উদঘাটন পূর্বক তদন্তে প্রাপ্ত মূল আসামি’কে গ্রেপ্তার করে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন)
বিশেষ পুরষ্কারঃ ইন্দ্র মোহন রায়, এসআই (নিরস্ত্র) সৈয়দপুর থানা,নীলফামারী।(সংগোপনে ব্লেড দ্বারা কেটে শপিং ব্যাগে থাকা (৩,৮০,০০০/-) টাকা চুরি।
ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত আসামিদের গ্রেপ্তার ও তাদের ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন)
শ্রেষ্ঠ এসআইঃ পরিতোষ বর্মণ, এসআই (নিরস্ত্র) নীলফামারী থানা।
শ্রেষ্ঠ বিট অফিসারঃমোঃ রেজাউল ইসলাম, এসআই (নিরস্ত্র) কিশোরগঞ্জ থানা।
জুলাই/২০২১ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য ১২ জন পুরস্কৃত হন।
মোঃ আব্দুল আঊয়াল, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), অফিসার ইনচার্জ,কিশোরগঞ্জ থানা, নীলফামারী।
(কিশোরগঞ্জ থানা শহর ও বাজার এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শহরে প্রবেশ ও বাহির পথ গুলোকে সিসি ক্যামেরার আওতায় আনার ফলে অপরাধ প্রতিরোধ,তদন্ত ও জনগণের মধ্যে স্বস্তি বা আস্থার পরিবেশ তৈরি হয়েছে
মোঃ আবদুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, নীলফামারী। (আল্লাহর দলের সদস্য জলঢাকা থানার নায়েক’কে গ্রেফতার কর্তৃক ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান।
রফিকুল ইসলাম, সিএসআই, কোর্ট মালখানা,নীলফামারী-কোর্ট।(নিষ্ঠার সহিত দায়িত্ব পালন এবং মামলার আলামত ধ্বংস)
মোঃ শফিকুল ইসলাম, এসআই (নিরস্ত্র), মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র, জলঢাকা, নীলফামারী।
রেজাউল আলম, এসআই (নিরস্ত্র), সৈয়দপুর থানা, নীলফামারী। (চোরাই ০২ টি গরু উদ্ধারসহ সৌরকোষে গ্রেপ্তার এবং গরু বিক্রয়ের ৯,০০০ টাকা নগদ উদ্ধার)
মোঃ শাহারুল ইসলাম, এসআই (নিরস্ত্র) নীলফামারী থানা, নীলফামারী। (নীলফামারী থানা পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় চুরি যাওয়া ১২৫ মিটার বিদ্যুতের ১১ কেভি ডগ তার উদ্ধারসহ আসামি গ্রেফতার)
মোঃ রবিউল আউয়াল, এসআই (নিরস্ত্র) ডোমার থানা,নীলফামারী। (ডোমার সরকারি কলেজের চুরি যাওয়া সিলিং ফ্যান উদ্ধারসহ আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদ্ঘাটন করায় পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল)
মোঃ আক্কেল আলী, এসআই (নিরস্ত্র) কিশোরগঞ্জ থানা, নীলফামারী। (চোরাই গরু উদ্ধার সহ আসামি গ্রেপ্তার এবং আসামির বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান)
শ্রেষ্ঠ বিট অফিসার জনাব মোঃ আব্দুল্লাহ আল নোমান, এসআই (নিরস্ত্র) কিশোরগঞ্জ থানা,নীলফামারী।
মোঃ আশরাফ কুরাইশী, পুলিশ সার্জেন্ট, ট্রাফিক বিভাগ, নীলফামারী।(জুলাই/২০২১ খ্রিস্টাব্দ মাসে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সংক্রান্তে)
মোঃ বাকি নুর ইসলাম, এসআই (নিরস্ত্র) নীলফামারী থানা, নীলফামারী।( হত্যা মামলার রেকর্ডের ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন আসামি গ্রেফতার এবং বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় বিবৃতি গ্রহণ সংক্রান্তে)
বিশেষ পুরষ্কারঃ কনস্টেবল/৩১১ জনাব মোঃ মমতাজ উদ্দিন, জেলা গোয়েন্দা শাখা, নীলফামারী।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নীলফামারী, মোহাম্মদ সারোআর আলম,অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর-সার্কেল, নীলফামারী, এ.এস.এম. মুক্তারু জ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর- সার্কেল), নীলফামারী, আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারি পুলিশ সুপার, ডোমার-সার্কেল, নীলফামারী, মুহম্মদ মনিরুজ্জামান, শিক্ষানবিশ,সহকারী পুলিশ সুপার, নীলফামারী সহ সকল থানার অফিসার ইনচার্জ,ওসি ডিবি, ডিআইও ১, কোর্ট পুলিশ পরিদর্শক,ট্রাফিক পুলিশ পরিদর্শক,আরওআই সহ জেলার বিভিন্ন ইউনিটের পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স ।