নীলফামারীতে অবসরজনিত বিদায় সংবর্ধনা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : পুলিশ পরিদর্শক,(সশস্ত্র) মোঃ আব্দুল আজিজ মিয়া,কনস্টেবল/৩২৯ মোঃ রফিকুল ইসলাম,কনস্টেবল-৫৫৮ মোঃ জহিরুল ইসলাম,কনস্টেবল-২৬৫ মোঃ মাহাবুবুর রহমান (শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত) দ্বয়ের চাকরি হতে অবসরজনিত বিদায় সংবর্ধনা।


বিজ্ঞাপন

গতকাল বৃহস্পতিবার ১২ আগস্ট, পুলিশ লাইন্স,নীলফামারী ড্রিল সেডে দুপুর ১৩ টা ৩০ মিনিটে নীলফামারী জেলা হতে চাকরিতে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম মহোদয়।


বিজ্ঞাপন

চাকরি হতে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার, নীলফামারী বলেন, পেশাগত জীবনে অত্যন্ত প্রত্যয়ী,পরিশ্রমী,আত্মবিশ্বাসী,দক্ষ,ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সদস্য ছিলেন তারা।

এ সময় পুলিশ সুপার, বাংলাদেশ পুলিশ বাহিনীতে তাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

এবং অবসর জীবন তাদের প্রত্যেকের সুস্থ ও সুন্দরভাবে কাটুক জেলা পুলিশের পক্ষ থেকে এ আশাবাদ ব্যক্ত করা সহ তাদের ভবিষ্যৎ জীবনে যেকোনো সমস্যায় জেলা পুলিশ,নীলফামারী তাদের পাশে থাকবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।

সবশেষে পুলিশ সুপার বিদায়ী অতিথিদের সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে তাদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন।

চাকরি হতে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , মোঃ আবদুল্লাহ্ আল- ফারুক (কমান্ড্যান্ট, পুলিশ সুপার)ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার,নীলফামারী, মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর-সার্কেল,নীলফামারী, এ.এস.এম. মুক্তারু জ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর- সার্কেল), নীলফামারী, আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারি পুলিশ সুপার, ডোমার-সার্কেল, নীলফামারী, মুহম্মদ মনিরুজ্জামান, শিক্ষানবিশ, সহকারী পুলিশ সুপার, নীলফামারী সহ সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও ১, ট্রাফিক ইন্সপেক্টর, আর-আই, আরওআই,নীলফামারী-কোর্ট পুলিশ পরিদর্শক ও জেলার বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স ।