নিজস্ব প্রতিনিধি : শুক্রবার ১৩ আগস্ট, বেলা ১১ টায় বিএমপি’র কোতোয়ালি মডেল থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমপি সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক এন্ড অতিরিক্ত দায়িত্ব কোতোয়ালি মডেল থানা জনাব রবিউল ইসলাম শামীম।
অনুষ্ঠানের শুরুতে বিগত ওপেন হাউজ ডে তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসারগনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে একটি জবাবদিহিতামূলক বিবরণী (মিউনিট) আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।
অতঃপর, প্রধান অতিথি উপস্থিত ভুক্তভোগী জনগণের উত্থাপিত সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন ধরনের দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের সভাপতি অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানা, মোঃ নুরুল ইসলাম পিপিএম , পুলিশ পরিদর্শক অপারেশন (১) খন্দকার ফরিদ হোসেন সহ থানার অন্যান্য অফিসার ফোর্স ও আগত সর্বসাধারণ।