খুলনা দিঘলিয়ায় ৫ জুয়াড়ি গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি,খুলনা : দিঘলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দিঘলিয়া থানাধীন লাখোহাটি গাজীপাড়া গ্রামস্থ মোঃ আরিফ গাজী এর মৎস ঘেরের সামনে দোচালা টিনশেড ঘরের মধ্য হতে গতকাল মঙ্গলবার ১৭ আগস্ট রাত ১২ টা ৫০ মিনিটে ৫ (পাঁচ) জনকে জুয়া খেলা অবস্থায় ধরা হয়।


বিজ্ঞাপন

পরবর্তীতে আসামীদের দখল হতে তাস খেলায় ব্যবহৃত ১৬ সেট তাস, একটি প্লাস্টিকের মাদুর ও নগদ ২৩,২২০/-(তেইশ হাজার দুইশত বিশ) টাকা এবং ০৮টি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন