আজকের দেশ রিপোর্ট : আন্তর্জাতিক মান অনুযায়ী ও সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশগুলোর একই ধরনের ব্যবসায়ের মূল্যায়নের প্রেক্ষিতে বর্তমানে ইভ্যালির ন্যূনতম ব্যান্ড ভ্যালু ৫ হাজার কোটি টাকা বলে জানিয়েছে দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
‘বর্তমানে ইভ্যালিতে ই-কমার্স ছাড়াও আরও বেশ কিছু সফল ডিজিটাল প্লার্টফর্ম যেমন, ইফুড, ইজবস, ইবাজার, ইহেলথ, ফ্লাইট এক্সপার্ট ইভ্যালিতে অন্তর্ভূক্ত হয়েছে যা কোম্পানির ব্র্যান্ড ভ্যালুকে আরও সমৃদ্ধ করেছে। যা আন্তর্জাতিক মান অনুযায়ী বর্তমানে ইভ্যালির ন্যূনতম ব্যান্ড ভ্যালু ৫ হাজার কোটি টাকা হয়।’
তবে তৃতীয় নিরপেক্ষ নিরীক্ষক দিয়ে ব্র্যান্ড ভ্যালু যাচাইয়ের সুযোগ পায়নি বলে চিঠিতে শুধুমাত্র কোম্পানির ব্যায়ের সমপরিমাণ অংশকেই ব্র্যান্ড ভ্যালু হিসেবে উপস্থাপন করেছে তারা। যেখানে কোম্পানির সম্পদ বিবরণীতে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ৪২২ কোটি ৬২ লাখ টাকা দেখানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ডাব্লিউটিও সেলের মহাপরিচলক (অতিরিক্ত সচিব) মোঃ হাফিজুর রহমান ইভ্যালির পাঠানো চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।
‘চিঠির প্রথম কোয়েরির জবাব তারা দিয়েছে। এতে কোম্পানির সম্পদ বিবরণীতে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ৪২২ কোটি টাকার মতো জানিয়েছে তারা। আর সব মিলিয়ে দায় দেখিয়েছে প্রায় ৫৪৩ কোটি টাকা’ বলছিলেন তিনি।
ডাব্লিউটিও সেলের মহাপরিচালক বলেন, ‘বিভিন্ন কোয়েরি ও তথ্যউপাত্ত নিয়ে উদ্ভুত বিষয়গুলো কীভাবে সুন্দর সমাধান করা যায়, সেই বিষয়গুলোই আমরা দেখছি’হাফিজুর রহমান বলেন, ‘আমরা কারও ব্যবসা বন্ধ করতে চাই না, কাউকে আরোপ বা দমন করাও আমাদের কাজ নয়। আইন ও নিয়মের মধ্যে থেকে তারা যেন ব্যবসা করতে পারে, কোনো বিশৃঙ্খলা না হয়, গ্রাহক যেন ভালো সেবা পান- সে বিষয়গুলোই আমরা দেখতে চাই’‘আমরা বরং নিয়মের মধ্যে ভাল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে তাদের সহযোগিতা করতে চাই’ বলছিলেন তিনি।