আনোয়ার হোসেন : কোরআনের আলোতে গড়ে উঠুক আদর্শ সমাজ” আজ রবিবার ১১ মে, সকাল ৯ টায় দীপ্ত কণ্ঠে পবিত্র কোরআন তিলাওয়াত আর হৃদয় ছোঁয়া ইসলামি সংগীতের মাধ্যমে শুরু হয় আদর্শগ্রাম আনোয়ারা বেগম তালিমুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের বিশেষ দোয়া ও সবক প্রদান অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম, আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ কারী হারুনুর রশিদ আজিজী সাহেব। বিশেষ অতিথি ছিলেন জনাব আবুল হাশেম, শামছুদ্দিন বাবুল ও মাওলানা আনিসুল হক সাহেব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: মাদ্রাসার সম্মানিত সভাপতি প্রকৌশলী ড. মোকেছদ আলম মনজু তাছাড়া সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক জনাব আবদুল কাদের

উক্ত অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, “যেখানে কোরআন শেখা হয়, সেখানেই বরকত নেমে আসে। দ্বীনি প্রতিষ্ঠানগুলো যেন কেয়ামত পর্যন্ত টিকে থাকে এটাই আমাদের দোয়া।” “এইসব প্রতিষ্ঠানে সহযোগিতা করা মানে নিজের আখিরাতকে রাঙানো।”