বাংলাদেশে প্রায় ১০ হাজার ভুয়া এমবিবিএস ডাক্তার

অপরাধ স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে প্রায় ১০ হাজার ভুয়া MBBS(AM/AS) ডিগ্রিধারী যারা কলকাতার একটি ভুয়া প্রতিষ্ঠান হতে টাকার বিনিময়ে নূন্যতম পড়াশুনা না করেই সার্টিফিকেট কিনে দেশের আনাচে কানাচে প্রাকটিস করছে। তারা প্রকৃত MBBS চিকিৎসক নয়। ফলে MBBS(AM) নিজেদেরকে Alternative MBBS পরিচয় দেয়। তারা কোনো দেশে স্বীকৃত নয়। তাই তারা নিজেদেরকে চিকিৎসক ও নামের আগে ডাঃ লেখার জন্য মহামান্য উচ্চ আদালতে রীট করে। মহামান্য আদালত তাদের রিট খারিজ করে দেন এবং MBBS(AM) ভুয়া ডিগ্রীধারীরা মহামান্য আদালতে নিজেদেরকে অল্টারনেটিভ চিকিৎসক দাবী করে। প্রকৃত পক্ষে তারা অল্টানেটিভ চিকিৎসক ও না। অল্টারনেটিভ চিকিৎসা বলতে হোমিওপ্যাথিক,ইউনানী, আয়ুর্বেদ) চিকিৎসাকে বোঝানো হয় যা স্বাস্থ্য অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিকেল কেয়ার(AMC) যারা ঢাকা বিশ্ববিদ্যালয়/পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত MBBS সমমান বিএএমএস(BAMS) বিইউএমএস(BUMS), বিএইচএমএস(BHMS) , বাংলাদরশ হোমিওপ্যাথিক বোর্ড যারা হোমিও ডিপ্লোমা মানের ডিএইচএমএস (DHMS) , বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক বোর্ড যারা ইউনানী আয়ুর্বেদিক ডিপ্লোমা মানের DUMS/DAMS কোর্সগুলো তাদের নিজস্ব আইন অনুযায়ী পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। তাই মহামান্য আদালতে সঠিক তথ্য-উপাত্ত্ব না দেয়ার ফলে হাইকোর্ট কিছু নির্দেশনা প্রদান করেন,সেখানে বলা হয় (হোমিওপ্যাথি, ইউনানী,আয়ুর্বেদ) চিকিৎসকগন ডাঃ লেখা বৈধ নয়।
আসলে (হোমিওপ্যাথি, ইউনানী,আয়ুর্বেদ) চিকিৎসকগন এই রিটের সাথে সম্পৃক্ত নয়। উল্লেখ্য যে হোমিওপ্যাথি, ইউনানী,আয়ুর্বেদ BMDC-Act-2010 অন্তর্ভুক্ত নয়। (হোমিওপ্যাথি, ইউনানী,আয়ুর্বেদ) চিকিৎসার নিজস্ব আইন রয়েছে এবং সেই আইনের মাধ্যমে (হোমিওপ্যাথি, ইউনানী,আয়ুর্বেদ) চিকিৎসক গন নামের আগে ডাঃ লিখতে পারেন।
তাই মহামান্য উচ্চ আদালতের রায়ের বিষয়ে আমরা আপিল করবো এবং আশাকরি মহামান্য আদালত আমাদের বিষয়ে সঠিক রায় দিবেন।
ভুয়া MBBS(AM/AS) দের রিটের রায়ের বলি প্রকৃত হোমিওপ্যাথিক, ইউনানী, আয়ুর্বেদিক চিকিৎসক হতে পারে না।


বিজ্ঞাপন