বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলের অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন-দুদক। সম্প্রতি কমিশনের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দুদকের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীলসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ ও বদলি বাণিজ্য, মালামাল ক্রয় ও আমদানিতে বিভিন্ন অনিয়ম ও লুটপাটসহ অটোমেশন সফ্টওয়ার ক্রয়ের নামে এককোটি পাঁচ লাখ টাকা আত্মসাতের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযানে রয়েছে। বিষয়টি অনুসন্ধানের জন্য দুদকের উপ-পরিচালক ফয়সালকে দায়িত্ব দেওয়া হয়েছে।
দুদকের একজন কর্মকর্তা জানান, প্রাথমিক অনুসন্ধান শেষে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এর আগে অভিযুক্তদের সম্পদের বিবরণী সংগ্রহ ও অন্যান্য নথিপত্র পর্যালোচনা ও নোটিশের মাধ্যমে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩১ অক্টোবর থেকে ২০২০ সাল পর্যন্ত বেতারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণ চন্দ্র শীল।