গাজীপুর কোনাবাড়ীতে ফেনসিডিল উদ্ধার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গত সোমবার ২৩ আগস্ট রাতে অনুমান ৮ টা ৫০ মিনিটে কোনাবাড়ী থানাধীন পারিজাত সাকিনস্থ পলাতক আসামী দেলোয়ার হোসেন দোলন (২৮) , পিতা-মৃত মোমের আলী, মাতা-রয়মন নেছা বেগম এর বাসার নিচে ক্যাবল নের্টওয়ার্ক অফিস রুমের ভেতর অভিযান চালিয়ে আসামী তাপস কুমার রায় (২৮), পিতা- দেবেন্দ্রনাথ রায়, মাতা- অনিলা রানী, স্থায়ী : গ্রাম- খুনিয়াগাছ, উপজেলা/থানা- লালমনিরহাট সদর, জেলা -লালমনিরহাট , বর্তমান : গ্রাম- তেলির চালা (কোহিনুরের বাড়ি পোল্টি গেইট) , উপজেলা/থানা- কালিয়াকৈর, জেলা -গাজীপুর
মোঃ রাব্বী হোসেন শাওন (২০), পিতা- মৃত হুমায়ুন কবির, মাতা- সামছুন নাহার স্থায়ী : গ্রাম- হরিনাচালা (আকরাম মাতবর রোড) , উপজেলা/থানা- কোনাবাড়ী, জেলা -গাজীপুর,আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ শরিফুল ইসলাম (১৭), পিতা- মোঃ বুলবুল মিয়া, মাতা- হোসনে আরা স্থায়ী : গ্রাম- দরিয়া দৌলত (মধ্যপাড়া) , উপজেলা/থানা- বাঞ্ছারামপুর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ বর্তমান : গ্রাম- দেউলিয়াবাড়ী (ডানো ফ্যাক্টরীর সামনে চিপা গলি শাহজাহান এর বাড়ির ভাড়াটিয়া) , উপজেলা/থানা- কোনাবাড়ী, জেলা -গাজীপুর, মোঃ রাশেদুল হক রনি (৩১), পিতা- মৃত রেজাউল করিম, মাতা- রুমী বেগম স্থায়ী : গ্রাম- খন্দকার পাড়া, উপজেলা/থানা- শেরপুর, জেলা -বগুড়া, বাংলাদেশ বর্তমান : গ্রাম- হরিনাচালা (ফরিদ এর বাড়ির ভাড়াটিয়া), উপজেলা/থানা- কোনাবাড়ী, জেলা -গাজীপুর গণদের সর্বমোট ২৫ (পচিশ) বোতাল ফেন্সিডিল, যাহার ওজন ২৫০০ মিলিঃ বা ২.৫ লিটার, যাহার অবৈধ বাজার মূল্য ৭৫০০০/-(পচাঁত্তর হাজার) টাকা, ০৬ (ছয়) বোতল এসকুয়া সিরাপ, যাহার ওজন ৬০০ মিলিঃ, যাহার অবৈধ বাজার মূল্য ১৮,০০০/-(আঠার হাজার) টাকা সহ আটক করা হয়। এ সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন