এসআইকে গাড়ী চাপা দিয়ে হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : গত ১১ জুন চান্দগাঁও থানার কর্মরত এএসআই/কাজী মোঃ সালাহউদ্দীন সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় নৈশ ডিউটি করাকালীন চোলাই মদ বহনকারী একটি হাইস মাইক্রোবাস চান্দগাঁও থানাধীন মেহেরাজখানঘাটা পেট্রোল পাম্পের সামনে রাস্তার দেখতে পেয়ে থামানোর জন্য সিগন্যাল দিলে প্রথমত গাড়ীর চালক গাড়ীটি থামানোর মত করে গাড়ীর গতি কমিয়ে আনে।


বিজ্ঞাপন

এতে এএসআই/কাজী মোঃ সালাউদ্দিন ও ড্রাই কং/৪৮২৪ মোঃ মাসুম গাড়ীর সামনে আসলে গাড়ীর ড্রাইভার তাদেরকে হত্যার উদ্দেশ্যে গাড়ীর গতি পুনরায় বাড়াইয়া এএসআই/কাজী মোঃ সালাহউদ্দীনকে স্বজোরে ধাক্কা দিলে এএসআই/কাজী মোঃ সালাউদ্দিন ছিটকে পড়ে মাথায়, কোমড়ে ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। উক্ত বিষয়ে চান্দগাঁও থানার নিয়মিত মামলা রুজু হয়।


বিজ্ঞাপন

উক্ত মামলা সমূহের তদন্তেপ্রাপ্ত অন্যতম অভিযুক্ত মোঃ জুয়েল (৩০) কে সিএমপি’র কর্ণফুলী থানাধীন সৈন্যার টেক এলাকা হতে গতকাল শুক্রবার ৩ সেপ্টেম্বর ভোর ৫ টায় চান্দঁগাও থানার এসআই (নিঃ)/কাউছার হামিদের নেতৃত্বে অভিযান টিম গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।