আজকের দেশ রিপোর্ট : গতকাল শুক্রবার ৩ সেপ্টেম্বর জাতীয় কৃষক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এর আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পার্টির সম্মানিত সভাপতি মোঃ সাহিদুর রহমান টেপা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজনীন সুলতানা মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা।
অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় কৃষক পার্টির সুযোগ্য সাধারণ সম্পাদক এবিএম লিয়াকত হোসেন চাকলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় কৃষক পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক শেখ হুমায়ুন কবির শাওন সহ আমি মোঃ ইমদাদুল হক।
উক্ত সভায় মোঃ ইলিয়াস আলীকে আহ্বায়ক শাহানুর আলম শানু কে ১নং যুগ্ন আহ্বায়ক ও খন্দকার বদিউর রহমান মিথুন কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।