আজকের দেশ রিপোর্ট : শুক্রবার ৩ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোঃ কার্যালয় ( দক্ষিন) এর মতিঝিল সার্কেল কর্তৃক পরিচালিত অভিযানে মতিঝিল থানাধীন আরামবাগ এলাকা থেকে ৬০০০পিস ইয়াবাসহ বর্ষা আক্তার(২৪) নামীয় মাদক ব্যবসায়ীকে গ্রফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মতিঝিল সার্কেল পরিদর্শক মো. সুমনুর রহমান।