নিজস্ব প্রতিনিধি : শনিবার ৪ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার শহর বাজার এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
একটি প্রাণী খাদ্যের দোকান ও একটি খাবার হোটেলে মনিটরিং করা হয়। প্রাণীর খাদ্যের দোকান টিতে দেখা যায়, তাদেরকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না ।
খাবার হোটেলে দেখা যায়, রান্না করা খাবার ও কাচা মাছ মাংস একই ফ্রিজে একসাথে সংরক্ষণ করা হচ্ছে এবং খাবারের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না।
প্রতিষ্ঠান ২টিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর অভিযানে সহযোগিতা করেন। জনস্বার্থে এ তদারকি মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।