কমিউনিটি সলিউশন প্রগ্রাম এর ১০ বছর পুর্তিতে ডা.নওশীন শারমিন পূরবীকে অভিবাধন

স্বাস্থ্য

বিশেষ প্রতিবেদক : কমিউনিটি সলিউশন প্রোগ্রাম (CSP)’র দশ বছর পূর্তিতে এর ইতিবাচক প্রভাব উদযাপনকালে আমরা সমস্বরে অভিবাদন জানাতে চাই CSP কার্যক্রম ২০১৬’র প্রাক্তন শিক্ষার্থী ড. নওশীন শারমীন পূরবীকে।


বিজ্ঞাপন

ড. পূরবী একজন সনদপ্রাপ্ত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার কর্মী, টেলিভিশন উপস্থাপক এবং নিয়মিত কলাম লেখক।


বিজ্ঞাপন

কার্যক্রম শেষে ফিরে আসার পর, ড. পূরবী ঋতুস্রাব স্বাস্থ্যবিধি পণ্যে কর কমানোর পক্ষে জনমত গঠনে জাতীয় পর্যায়ে একটি প্রচারণা শুরু করেন।

স্থানীয় পর্যায়ে সংগঠন পরিচালনা ও জনমত গঠনে দেড় বছরের কাজের ফলশ্রুতিতে বাংলাদেশ সরকার স্যানিটারি ন্যাপকিন তৈরির কাঁচামালের সম্পূরক শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়।

বিনিময় কার্যক্রম CSP সম্পন্ন করার পর ড. পূরবী বাংলা ও ইংরেজিতে “একজন চিকিৎসকের দেখা- জীবনের গল্প” শীর্ষক গ্রন্থ প্রকাশ করেন।

এই গ্রন্থে নারীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোকপাত করার পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন উদ্যোগকে এগিয়ে নিতে জনসমাজকে কৌশলগতভাবে সক্রিয় করে তোলার পন্থা বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

সাউথ এশিয়ান ইয়ুথ সোসাইটি (SAYS), অ্যাওয়ারনেস ৩৬০ এবং এলা প্যাডের বিজ্ঞ পরামর্শক হিসেবে দায়িত্ব পালনসহ প্রাক্তন শিক্ষার্থী সংঘ আয়োজিত বেশ কয়েকটি উদ্যোগে তিনি অংশ নিয়েছেন।