থানায় অভিযোগ
নিজস্ব প্রতিনিধ : সিলেট জেলা সিনিয়র সাংবাদিক পরিচয় দানকারী বদরুর রহমান ওরফে বাবর, পিতা- হাজী ফজলুর রহমান, ও মোঃ নাদিম আহমদ-পিতা অজ্ঞাত ২৮/০৮/২১ ইং তারিখে সৈয়দা কবিরুন নেছা (৩৭) এর বাসায় গিয়ে – নগদ ২০ হাজার টাকার প্রলোভন দেখিয়ে গণমাধ্যম কর্মী মোঃ মোহন আহমেদ এর বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলা দেওয়ার কথা বলে।
সৈয়দা কবিরুন নেছা বাবর ও নাদিমের প্রস্তাবে রাজী না হইলে বাবর ও নাদিম মামলা করার জন্য জোরজবরদস্তি করিতে থাকে।
এক পর্যায়ে বদরুর রহমান বাবর কবিরুন নেছা কে উদ্দেশ্য করে বলেন তুমি মামলা না করলে আমার টাকা আছে মহিলা পুরুষ সব আছে।
তবে জেনে রাখো আমার জানের দুশমন মোহনের পেছনে আমার সকল সম্পদ ঢেলে দিবো। আর এই কথা যদি তুমি মোহন কে বলো – তাহলে তোমার ও মোহনের মতো একই অবস্থা হবে, আমি বাবর কে… সারা সিলেটের মানুষ চিনে একনামে।
টাকার বিনিময়ে কতশত মহিলা মামলা করবে আমি বাবর তা দেখিয়ে দিবো- বলে।
পরবর্তীতে সৈয়দা কবিরুন নেছা মোহনের সাথে যোগাযোগ করেন, এবিষয় অনবগত করার জন্য।
তখনই কবিরুন নেছা জানতে পারেন – গণমাধ্যম কর্মী মোঃ মোহন আহমেদ গত ২৮ তারিখে বদরুর রহমান বাবরের বিরুদ্ধে সিলেট শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করেন- পুর্ব শত্রুতার জের দরে সিলেট এসমপি কোতোয়ালী থানায় মিথ্যা একটি অভিযোগ দায়ের করান বাবর।
এসমস্ত বিষয় শুনে নিজের জানমাল হেফাজতের জন্য
সৈয়দা কবিরুন নেছা ০৪/০৯/২০২১ ইং তারিখে সাধারণ ডায়েরি করেন শাহপরান রঃ থানায় -সাধারণ ডায়েরি নং (১৯৪)।