নিজস্ব প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর সিলেট চেম্বার অফ কমার্স মিলনায়তন, সিলেট এ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজন করা হয় ‘পর্যটন বিকাশে নিরাপদ খাদ্যের অপরিহার্যতা’ শীর্ষক সেমিনার।

সকাল ১১টায় শুরু হওয়া এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের খান।

সভাপতিত্ব করেন প্রধান সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা জনাব বিধায়ক রায় চৌধুরী।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।