সিএমপির সদরঘাটে চোরাই ট্রাকসহ গ্রেফতার ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : প্রাপ্ত অভিযোগে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টা হতে রাত ৩ টা ১৫ মিনিটের মধ্যবর্তী যেকোন সময়ে সদরঘাট থানাধীন মাঝিরঘাট রোডস্থ নাহার বিল্ডিং এর সামনে জুট রেলী ঘাট হতে অজ্ঞাতনামা চোরেরা ২টি ট্রাক চুরি করে নিয়ে যায়।


বিজ্ঞাপন

এই সংক্রান্তে সদরঘাট থানার মামলা নং-০৯, তাং-১৪/০৯/২০২১ ইং, ধারাঃ ৩৭৯দঃ বি রুজু করা হলে সদরঘাট থানা টিম থানা এলাকায় অভিযান করে মোঃ সজিব (২০) কে গ্রেফতার করেন। পরবর্তীতে তার স্বীকারোক্তি এবং দেখানো মতে সদরঘাট থানাধীন এস আর বি এলাকা হতে ট্রাক নং পিরোজপুর ট ১১-০২৫০ উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তিকে রিমান্ডে এনে হালিশহর থানাধীন তাসপিয়া গেইটের মোড় হতে চোরাই যাওয়া অপর ট্রাক নং ঢাকা মেট্রো ট ১১ ২১৬৬ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন