সিলেটে বিদেশি মদসহ গ্রেফতার ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : র‌্যাব-৯ এর অভিযানে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন এলাকা হইতে বিপুল পরিমাণ বিদেশীমদ সহ একজন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

গতকাল বুধবার ২২ সেপ্টেম্বর ১১ ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি (ইসলামপুর, সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ মঈনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে, সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন বাইপাস স্ট্যান্ডের পাশে মোঃ কামরান আহমদ এর মালিকাধীন হোটেল এর বিপরীত পাশে ফাঁকা জায়গায় একজন মাদক ব্যবসায়ী উক্ত স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য প্রাপ্ত হয়।


বিজ্ঞাপন

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ধৃত ব্যক্তি ১। মোঃ শাহাবুদ্দিন (২৭), পিতা- মৃত আব্দুল জলিল, সাং- লেঙ্গুরা, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট এর হেফাজত হইতে ক। বিদেশী মদ= ১৬৩ (একশত তেষট্টি) বোতল জব্দ পূর্বক গ্রেফতার করে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর সারণী ২৪(খ) ধারায় মামলা দায়ের করে আসামী ও জব্দকৃত আলামত সমূহ সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।