প্রথম আলোর প্রতিবেদকে হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রথম আলো নোয়াখালী জেলার নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমানের স্ব-পরিবারে হত্যার হুমকির প্রতিবাদ ও হুমকিদাতাকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে নোয়াখালীতে কর্মরত সাংবাদিকবৃন্দ।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নোয়াখালী প্রেসক্লাব চত্বরে উক্ত মানববন্ধনের আয়োজন করা হয়। নিউজ২৪ জেলা প্রতিনিধি সুমন ভৌমিকের সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার ও আলমগীর ইউসুফ , বাংলাদেশ সাংবাদিক সমিতির (বাসাস) কেন্দ্রীয় মহাসচিব মনিরুজ্জামান চৌধুরী, কালেরকন্ঠ জেলা প্রতিনিধি সামছুল হাসান মিরন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আবু নাসের মঞ্জু।

এ সময় উপস্থিত ছিলেন জিটিভি জেলা প্রতিনিধি বিকাশ সরকার, সময় টিভির নিজস্ব প্রতিনিধি সাইফুল্যাহ কামরুল, এনটিভি নিজস্ব প্রতিনিধি মাসুদ পারভেজ, এস এ টিভির প্রতিনিধি আব্দুর রহিম, মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া মানিক, যমুনা টিভি প্রতিনিধি মোতাসিম বিল্লাহ সবুজ, চ্যানেল আই প্রতিনিধি আলাউদ্দিন শিবলু, দেশটিভির প্রতিনিধি মাহবুবুর রহমান, ভোরের কাগজের প্রতিনিধি মোঃ সোহেল,একুশে টিভির প্রতিনিধি আরেফিন শাকিল, সোনাইমুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়াসহ জেলা, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতারা।