মোঃ রফিকুল ইসলাম ঃ নড়াইলের কালিয়ায় মোটর সাইকেলের চাপায় স্বর্ণব্যবসায়ী আঞ্জু সরদার (৫৫) নিহত,চালক ও তার সহযোগী আহত হয়েছে।
গত শুক্রবার রাত ৯টায় পৌরসভার চাঁদপুর তাবলীগ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আঞ্জু সরদার চাঁদপুর গ্রামের মৃত কিনাই সরদারের ছেলে। মোটরসাইকেল চালক শিমুল (২৫) ও রেজাউল কালিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল । জানা গেছে ,শুক্রবার রাতে স্বর্ণ ব্যবসায়ী আঞ্জু সরদার তার স্বর্ণের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
চাঁদপুর তাবলীগ পাড়ায় মধ্যে পৌঁছালে উত্তর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দেয়।
তখন তাকে পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার আঘাত গুরুতর হওয়ায় তৎক্ষনাত তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করে।
খুলনা জেলখানা ফেরিঘাতে পৌঁছালে অনুমান রাত ১০টায় তার মৃত্যু হয়। গতকাল শনিবার জোহর নামাজবাদ তার জানাযা শেষে চাঁদপুর কবরস্থানে দাফন করা হয়।