নিজস্ব প্রতিবেদক : থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপনে ফানুস ওড়াতে গিয়ে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। পরে রাত আড়াইটা নাগাদ সব স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। গত শুক্রবার দিবাগত রাতে ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকাসহ আশপাশে যেসব স্থানে আগুন লেগেছিল সবখানেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন বড় আকার ধারণ না করায় নিয়ন্ত্রণ করতে তেমন কোনো সমস্যা হয়নি। এর আগে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, মধ্যরাতে রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগসহ অন্তত ১০টি স্থানে বাসার ছাঁদ ও বিদ্যুতের তারে আগুন লাগার খবর পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট পাঠানো হয়। রাত ১২টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আরও বলা হয়, একাধিক স্থানে আগুন লাগার খবর পেয়ে সেগুলো তালিকাভুক্ত করার কাজ শুরু হয়। তালিকা সম্পন্ন না করে এ বিষয়ে বিস্তারিত এ মুহূর্তে বলা সম্ভব না। এরশাদ হোসেন বলেন, তালিকা সম্পন্ন করার পর আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো। এরইমধ্যে সুনির্দিষ্ট করে বলতে গেলে মাতুয়াইল স্কুল রোডের একটি বড় আগুন লাগার খবর আসে। এদিন ঢাকা মহানগর পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে থার্টি ফার্স্ট নাইট ও খ্রিষ্টীয় নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীজুড়ে পটকা বা আতশবাজি ফোটানো হয়। ওড়ানো হয় ফানুস। সেই ফানুস থেকে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর, লালবাগ ও কেরানীগঞ্জসহ প্রায় ১০টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2022/01/ফানুস-ওড়াতে-গিয়ে-রাজধানীর-১০-স্থানে-অগ্নিকাণ্ড.jpg)