নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল সোমবার ১০ জানুয়ারি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় ঢাকা নিউ মার্কেট থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে ওয়েস্টিন লাইফ স্টাইল, ২৩৪/১, কুদরত-ই-খোদা রোড, নিউ মার্কেট,ঢাকা-কে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে মোঃ শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) দায়িত্ব পালন করেন।