নিজস্ব প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার একজন ভোক্তা মোঃ মফিজুর রহমান সুমন ঘোড়দৌড় বাজারের সালওয়া ফুড পার্ক থেকে ফাস্টফুড ও একটি ফান্টা ক্যান ক্রয় করেন।
ক্যানের সর্বোচ্চ খুচরা মূল্য ৪০ হলেও বিক্রেতা তার নিকট থেকে ৪৫ টাকা দাম রাখেন। তিনি তাৎক্ষণিক এর প্রতিবাদ করলেও বিক্রেতা তার অতিরিক্ত নেওয়া ৫/- টাকা ফেরত দেন নাই।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
এমতাবস্থায় তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ে প্রমান সহ একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সোমবার ২৪ জানুয়ারি, উক্ত লিখিত অভিযোগের উপর শুনানি অনুষ্ঠিত হয় এবং অভিযুক্ত প্রতিষ্ঠানকে ধার্য্যকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পন্য বিক্রি করার অপরাধে ৩০০০ টাকা জরিমানা করা হয়।
আইন অনুযায়ী আদায়কৃত জরিমানার ২৫% অর্থ অভিযোগকারী ভোক্তাকে প্রদান করা হয়।
“লংঘিত হলে ভোক্তা অধিকার, অভিযোগ করলেই পাবেন প্রতিকার “