র‌্যাব-১৪ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে ১৫ কেজি গাঁজা সহ ১ জন আটক

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন টোলপ্লাজার ঢাকা-সিলেট মহাসড়ক ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ আল-আমীন(৩৩), পিতা-মোখলেছ মিয়া, সাং-হাসান নগর, থানা-বাঞ্ছারামপুর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে আটক করে।


বিজ্ঞাপন

এসময় ধৃত আসামীর দখলে থাকা প্রাইভেটকার তল্লাশী করে ১৫ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ১টি প্রাইভেটকার’সহ উদ্ধার করে জব্দ করা হয়।


বিজ্ঞাপন

ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।