নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ কর্তৃক নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ৩০ জানুয়ারি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় সুনামগঞ্জ কর্তৃক মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে, সুনামগঞ্জ জেলায় কর্মরত খাদ্যকর্মীদের নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

প্রশিক্ষণ কর্মশালায় খাদ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার শরীফ উদ্দিন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম।


বিজ্ঞাপন

উক্ত প্রশিক্ষণে নিরাপদ খাদ্য আইন -২০১৩ এর নিরাপদ খাদ্য বিষয়ক বিধিনিষেধ, নিরাপদ খাদ্য বিষয়ক প্রাথমিক ধারণা, নিরাপদ খাদ্য ও খাদ্য সংরক্ষণের নানা দিকনির্দেশনা, রান্নাঘরে পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত স্বাস্হ্যবিধি এবং নিরাপদ খাদ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট বিধিবিধান বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এছাড়াও মুক্ত আলোচনার মাধ্যমে খাদ্য কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং দিকনির্দেশনা প্রদান করা হয়।