যশোরের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর সাফল্য

অন্যান্য এইমাত্র

সুমন হোসেন ঃ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোরের কর্মকর্তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে নগদের টাকা উদ্ধার করে প্রকৃত মালিকে ফিরিয়ে দিলো, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে সুব্রত কুমার ঘোষ (৪৭) পিতা-মৃত সুভাষ ঘোষ সাং-বিজয়নগর থানা-কোতয়ালী মডেল জেলা-যশোরের ভুলবশতঃ নগদের চলে যাওয়া ২০,০০০ টাকা বিভিন্নভাবে উদ্ধারের চেষ্ঠা করে র্ব্যথ হন ।


বিজ্ঞাপন

যশোর কোতয়ালী মডেল থানার জিডি নং-১৩০৫ তারিখ ২৭ জানুয়ারি, যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভিকটিম সুব্রত কুমার ঘোষ (৪৭) পিতা-মৃত সুভাষ ঘোষ সাং-বিজয়নগর থানা-কোতয়ালী মডেল জেলা-যশোরের ভুলবশত নগদের চলে যাওয়া ২০,০০০ টাকা রবিবার ৩০ জানুয়ারি, উদ্ধারর্পূবক তার নিকট হস্তান্তর করেন।

ভিকটিম সুব্রত কুমার ঘোষ (৪৭) যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।