জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ৭ কেজি ৮০০ গ্রাম গাজা সহ ২ জন গ্রেফতার

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ র‍্যাব ফোর্সেস ব্যাটালিয়ন (র‍্যাব) র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক ৭ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন জাবারিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে গাঁজা-৭ কেজি ৮০০ গ্রাম, মোটরসাইকেল -১ টি, মোবাইল ৪ টি, ব্যাগ ১ টি, নগদ ৪,৮০০ (চার হাজার আটশত) টাকা সহ মাদক ব্যবসায়ী আসামী মোঃ ওবাইদুশ রহমান (৪৫), পিতা-মৃত ওয়ারেশ আলী শেখ, সাং-বড় ডাঙ্গাপাড়া, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর, এবং মোঃ আব্দুল খালেক রতন (৩৫), পিতা- মৃত বজলুল হক, সাং-আরমহাটি, থানা ও জেলা- জামালপুরদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।