এনডিসি চট্টগ্রাম মেট্রোঃ কার্যালয়ের উদ্দোগে ১৮ দিন ব্যাপী টেবিল টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার’ প্রত্যয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রোঃ কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর ১৭টি বেসরকারি নিরাময় কেন্দ্রের ৭৬ জন প্রতিযোগীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৮ দিনব্যাপী চলমান রিকোভারি টেবিল টেনিস লীগ (আরটিটিএল) এর ফাইনাল ৩০ জানুয়ারি নগরীর দক্ষিণ খুলশীতে অবস্থিত আর্ক মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রিমিজেসে অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান পাটওয়ারী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোঃ কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল ও দৈনিক সমকাল পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীফ সরওয়ার সুমন।

সভাপতিত্ব করেন আর্ক নিরাময় কেন্দ্রের প্রধান নির্বাহী পারভেজ আহমেদ।

প্রতিযোগিতায় ডাবলস পর্বে বিজয়ী হয় আর্ক মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিযোগী মাহাবুবুর রহমান ও মারজুকুল ইসলাম ।

এছাড়া সিঙ্গেলসে বিজয়ী হন দীপ নিরাময় কেন্দ্র হতে অংশ নেওয়া জনাব মোঃ সায়েম।