৫০ দরিদ্র পরিবার পেলো নৌকা

অন্যান্য অর্থনীতি এইমাত্র জীবন-যাপন জীবনী সারাদেশ

মৌলভীবাজার প্রতিনিধি : সেবামূলক বেসরকারি সংস্থা (কমিউনিটি এগেইন্সট পভার্টি) ক্যাপ ফাউন্ডেশন হতদরিদ্র পরিবারের মধ্যে ৫০টি নৌকা বিতরণ করেছে। এ ছাড়া জেলার কমলগঞ্জ উপজেলায় গরিব ও অসহায় পরিবারকে স্বচ্ছল করতে ৬টি পরিবারকে ‘ক্যাপ ভিলেজ কর্ণার শপ’ প্রজেক্টের আওতায় ৬টি দোকান বিতরণ করেছে সংস্থাটি। শনিবার দুপুরে ‘ফিশ ফর লাইফ’ প্রজেক্টের আওতায় নৌকাগুলো বিতরণ করা হয়।


বিজ্ঞাপন

নৌকা বিতরণের সময় উপস্থিত ছিলেন ক্যাপ ফাউন্ডেশনের (ইউ.কে) সি.ই.ও আব্দুল নূর হুমায়ুন, ক্যাপ ফাউন্ডেশনের ট্রাস্টি এন্ড ট্রেজারার আলম রুফ, এমবাসেডর মালিক মিয়া, রুহুল তরফদার, প্রজেক্ট কো অরডিনেটর দিলওয়ার হোসেন, অফিস ম্যানেজম্যান্ট জুয়েল মিয়া, কামরুল ইসলাম, জুবায়ের আলী, সুমন আহমদ, জসিম উদ্দিন, শামীম আহমদ ও লিলু হাসান।


বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ক্যাপ ফাউন্ডেশনের ট্রাস্টি এন্ড ট্রেজারার আলম রুফ বলেন, অসহায় পরিবারকে স্বচ্ছল করতে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ক্যাপ ফাউন্ডেশন, এসব মানুষের মুখে হাসি ফুটাতে পারলেই আমদের আনন্দ।

এদিকে কাওয়াদিঘী হাওরে বসবাসরত দরিদ্র পরিবারগুলো তাদের জীবিকা নির্বাহের জন্য এই নৌকা পেয়ে আনন্দিত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *