সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন ইউপিডিএফ সদস্য নিহত

অপরাধ আইন ও আদালত এইমাত্র জাতীয় জীবন-যাপন সারাদেশ

আজকের দেশ ডেস্ক : সেনাবাহিনীর সঙ্গে ‘গোলাগুলিতে’ খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ (প্রসিত খীসা) গ্রুপের তিন সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


বিজ্ঞাপন

সোমবার দুপুরে আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের পাঠানো ‘স্ক্রল শিরোনামে’ এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন

এতে বলা হয়, খাগড়াছড়ি জেলার দিঘীনালায় ইউপিডিএফ প্রসীতপ্রন্থি সন্ত্রাসীদের সাথে সেনা টহলের গুলিবিনিময়, তিন সন্ত্রাসী নিহত ও তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার- আইএসপিআর।

তবে ইউপিডিএফ অভিযোগ করেছে, তাদের তিন সদস্যকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে।

গোলাগুলির ঘটনাটি কখন ঘটেছে তা জানায়নি আইএসপিআর। এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে আইএসপিআরের এক কর্মকর্তা জানিয়েছেন।

দীঘিনালা থানার ওসি উত্তম কুমার দেব জানান, ঘটনাস্থল সদরের বড়দাম এলাকা থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এর আগে ইউপিডিএফের কেন্দ্রীয় মুখপাত্র নিরন চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে তাদের তিন সদস্যকে গ্রেপ্তারে নিন্দা জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করা হয়। এরা হলেন- মেরুং বেতছড়ি গ্রামের ধন্যসেন চাকমার ছেলে নবীন জ্যোতি চাকমা (৩৮), ইন্দ্রমুনি পাড়ার তঙ্যারাম চাকমার ছেলে ভূজেন্দ্র চাকমা (৫০) ও হাচিনসনপুর গ্রামের সুজিত প্রিয় চাকমার ছেলে রুচিল চাকমা ওরফে রাসেল (২৬)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *