সরকারী কর্মকর্তাদের বিদেশ সফর স্থগিত

Uncategorized আন্তর্জাতিক

অর্থনৈতিক প্রতিবেদক ঃ ডলার ধরে রাখতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে সরকার। এর মধ্যে গতকাল বাংলাদেশ ব্যাংক পন্য আমদানি কমাতে নতুন প্রজ্ঞাপন জারি করেছে। এখন থেকে হোম এপ্লায়েন্স, গাড়ি, বিলাসবহুল পন্য আমদানির জন্য ৭৫ শতাংশ মার্জিনে এলসি খুলতে হবে ব্যবসায়ীদের। অর্থাত মোট আমদানি মূল্যের ৭৫ শতাংশ টাকা নগদ জমা দিয়ে এলসি খুলতে হবে।
এর আগে আমদানিকারক ও ব্যাংক নিজস্ব আলোচনার মাধ্যমে এলসি এর শর্ত নির্ধারণ করতো। ফলে বিভিন্ন সময় ব্যাংক লোন অথবা ন্যূনতম অর্থ পরিশোধ করে এলসি খুলতো। এবং পন্য পাওয়ার সময় অর্থ পরিশোধ করতে হতো।
এখন এলসি খোলার সাথে সাথেই ৭৫ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে। ফলে তাৎক্ষণিক বড় মূলধনের প্রয়োজন হবে। এছাড়াও পন্য পাওয়ার আগে দীর্ঘদিন ব্যাংকে অলস অর্থ পরে থাকবে।
এতে আমদানিকারকরা অনুৎসাহীত হবে। ফলে ডলার খরচ হবে কম। এরপর বুধবার ১১ মে, অর্থমন্ত্রী নতুন করে সিদ্ধান্ত নিয়েছেন সরকারি কর্মচারীদের বিদেশ সফর বন্ধ করার বিষয়ে। এর ফলেও ডলার সাশ্রয় হবে। এছাড়াও যেসকল প্রজেক্টে ডলার ব্যয় হয়, কিন্ত জরুরী নয়, সেগুলো স্থগিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। হয়তো কিছুদিনের মধ্যে চিকিৎসা ব্যতীত ভ্রমন নিষেধাজ্ঞাও আসতে পারে।
উল্লেখ্য বিশ্ববাজারে কাঁচামাল, জ্বালানি তেল, ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সারা বিশ্বে আমদানি ব্যয় বেড়েছে কয়েকগুণ। এর ফলে রিজার্ভ থেকে অর্থ পরিশোধ করতে হচ্ছে বাংলাদেশ ভারত সহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর। তাই সরকার ডলার ধরে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।


বিজ্ঞাপন