নিজস্ব প্রতিবেদক : অবশেষে ঢাকার বাংলামোটর এলাকায় কৃষ্ণা রায়কে চাপা দেয়া বাসের চালক মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। রোববার ট্রাষ্ট পরিবহনের ওই বাসের চালককে ঢাকার কাজীপাড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পা হারানো কৃষ্ণা রায়ের পরিবার টাকা বা ক্ষতিপূরণ নয়, তদন্ত করে বাসচালক ও সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।
গত ২৭শে আগস্ট রাজধানীর বাংলামোটর এলাকায় ফুটপাত দিয়ে যাওয়ার সময় কৃষ্ণা রানী চৌধুরীর উপর উঠে যায় ট্রাস্ট পরিবহনের মিনিবাস। দুর্ঘটনায়, কৃষ্ণা রানীর বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এখন তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। রাজধানীর পুরাণ ঢাকায় স্বামী ও ছেলে-মেয়ে নিয়ে বসবাসকারী কৃষ্ণা রানী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের-বিআইডব্লিউটিসি’র কর্মকর্তা।
এর আগে, ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেস কর্তৃপক্ষের তরফ থেকে দুর্ঘটনায় পা হারানো কৃষ্ণা রায় চৌধুরীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তার প্রতিষ্ঠান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিসি। ট্রাস্ট পরিবহণের মালিক সমিতির কয়েকজন প্রতিনিধি বাংলামোটরে বিআইডব্লিউটিসির কার্যালয়ে এসে দুই লাখ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেন।
এ ঘটনায় ট্রাস্ট পরিবহণের মালিক, চালকসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেছেন কৃষ্ণা রায় চৌধুরীর স্বামী রাধে শ্যাম।