বিনোদন প্রতিবেদক : নব্বই দশকে ঢাকাই চলচ্চিত্রে ধূমকেতুর মত আগমন ঘটেছিল এক নায়কের। রাজকীয় অভিষেকেই ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে করেছিলেন বাজিমাত। এক ছবি দিয়েই হয়ে উঠেছিলেন দর্শকের প্রিয় নায়ক। বলছিলাম সেরা নায়ক সালমান শাহ’র কথা। যিনি তার স্টাইল, অভিনয় দিয়ে বদলে দিয়েছিলেন বাংলা সিনেমার প্রেক্ষাপট। ক্যারিয়ারের অল্প সময়ে মাত্র ২৭ টি সিনেমা করে বিদায় নিয়েছিলেন পৃথিবী থেকে। তবুও তিনি হয়ে উঠেছিলেন সর্বজনীন দর্শকের প্রিয় নায়ক।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, রহস্যজনক মৃত্যুতে পৃথিবী মায়া ছেড়ে বিদায় নেন এই নায়ক। এখনও তিনি বেঁচে আছেন ভক্তদের হৃদয়ে। ঠাঁই পেয়ে আছেন ভক্তদের শাশ্বত হৃদয়ের আঙিনায়।
আগামী ৬ সেপ্টেম্বর সালমান শাহ’র ২৩তম মৃত্যুবার্ষিকীতে প্রিয় নায়কের স্মরণে বাংলাভিশনের মিউজিক ক্লাবে রয়েছেন বিশেষ আয়োজন। আর এই আয়োজনে সালমান শাহকে স্মরণ করে গাইবেন সময়ের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী লুইপা ও সাব্বির।
এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলতে পারবেন এবং কথা বলার পাশাপাশি গানের অনুরোধও করতে পারবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাহিদ আহমেদ বিপ্লব।
আগামী ৪ সেপ্টেম্বর, বুধবার রাত ১১টা ২৫মিনিটে ‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে প্রচার করা হবে ।