মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামে পলি বেগম (৩৫) নামে এক স্বামী পরিত্যক্তা নারী,পূর্বের লম্পট স্বামী কর্তৃিক ছুরিকাঘাতের শিকার হয়ে গ্রুরুতর আহত। গত (১১ জুন) শনিবার রাত ৮ ঘটিকার সময় এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় পলি বেগম বাদী হয়ে সাবেক স্বামী মোঃ মাহফুজ শিকদারের বিরুদ্ধে নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পলি বেগম বাগুডাঙ্গা গ্রামের মোঃ জামাল মোল্যার মেয়ে।অভিযোগ সূত্রে জানা যায়,বিগত ৪ মাস আগে একই গ্রামের মৃত বেলায়েত শিকদারের ছেলে হামলাকারী মোঃ মাহফুজ শিকদার (৩৫) এর সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয় পলি বেগমের। বিবাহের পর থেকেই স্ত্রী পলি বেগমের ওপরে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন চালাতে থাকলে বিবাহের দুই মাস পর লম্পট স্বামী মাহফুজকে ডিভোর্স দেয়,স্ত্রী পলি বেগম। অতঃপর মাহফুজ সাবেক স্ত্রী পলি বেগমকে বিভিন্ন সময় উতাক্ত করাসহ পুনরায় সাবেক স্ত্রী পলি বেগমের সাথে যোঁর পুর্বক সংসার করতে চাই কিন্তু পলি বেগম পুনরায় লম্পট স্বামী’র সাথে সংসার করতে রাজি না হলে,সাবেক লম্পট স্বামী মাহফুজ স্ত্রী পলি বেগমকে প্রান নাশের হুমকি দেন এবং অসহায় পলি বেগম নিজের নিরাপত্তার জন্য নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরী করেন,বলে জানা যায়। এ ঘটনার দিন,রাতে পলি বেগম বাগুডাঙ্গা বাজারে তার কর্মস্থল তানিশা টেইলার্স থেকে বাড়ী ফেরার পথে সাবেক লম্পট স্বামী মাহফুজ,সাবেক স্ত্রী পলি বেগমে’র পথরোধ করে হত্যা করার উদ্যেশ্যে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে মুখে ও হাতে মারাত্ম জখম করে,এসময় পলি বেগমের আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারী সাবেক লম্পট স্বামী মাহফুজ ঘটনা স্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়’রা পলি বেগমকে গ্রুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে নড়াগাতী থানার ডিউটি অফিসার উত্তম কুমার জানান,এ ঘটনায় ভুক্তভোগী পলি বেগম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং ওসি নড়াগাতীর নির্দেশনা মোতাবেক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান।