প্রশাসন ও ব্যবস্থাপনা বিভাগের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়কে “বঙ্গবন্ধু জনপ্রশাসন পুরস্কার ২০২২” এর জন্য নির্বাচিত

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিনিধি ঃ মোফা এর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা বিভাগের অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়কে “বঙ্গবন্ধু জনপ্রশাসন পুরস্কার ২০২২” এর জন্য নির্বাচিত করা হয়েছে।

২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে এই পুরস্কার দেওয়া হবে। শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠেয় অনুষ্ঠানে কার্যত যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি বলেছেন, বিদেশে অবস্থিত সকল মিশন ও সদর দফতরে বঙ্গবন্ধু কর্নার স্থাপন, গণহত্যা কেন্দ্র, পাবলিক কূটনীতির উদ্যোগ, বঙ্গবন্ধুর শততম বার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উদযাপনে মুজিব চিরন্তন পর্যবেক্ষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

মুজিব গ্যালারি অ্যান্ড রিসার্চ সেন্টার, বঙ্গবন্ধু লেকচার সিরিজের প্রবর্তন, বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স প্রবর্তন, কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু সেন্টার ও অধ্যাপক পদ স্থাপন, সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু-ইউনেস্কো পুরস্কার প্রবর্তন, বঙ্গবন্ধু ও শেখের কয়েকটি বই প্রকাশ।

হাসিনা প্রভৃতি মূল্যবোধ, নীতি, বঙ্গবন্ধু ও বাংলাদেশের আত্মত্যাগ এবং তার জীবন কাহিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জনসমূহ সারা দেশে প্রচারে সহায়তা করেছেন।
বঙ্গবন্ধুর শততম বার্ষিকী স্মরণে গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত বিশ্ব শান্তি সম্মেলনের সফল আয়োজনও এর মধ্যে রয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *