নিজস্ব প্রতিবেদক : রাজধানীজুড়ে ক্যাসিনো ও ক্লাবকেন্দ্রিক অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে আইন-শৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে শুক্রবার বিকেল থেকে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে অবস্থান নেয় র্যাব। বর্তমানে তারা ক্লাবটিতে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
এরই মধ্যে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র্যাব। শুক্রবার দুপুরে শফিকুল আলমকে র্যাব হেফাজতে নেওয়া হয়। শফিকুল আলম ফিরোজ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি সদস্য।
এর আগে র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজম সন্ধ্যা ৬টার দিকে সেখানে পৌঁছলে অভিযান শুরু হবে বলে জানিয়েছিলেন।
র্যাব সূত্র জানায়, গোয়েন্দা সূত্রে র্যাব জানতে পারে কলাবাগান ক্রীড়াচক্রের ক্লাবে ক্যাসিনো ও জুয়ার আসর চলছিল। এমন খবরে এখানে অভিযানের প্রস্তুতি নেয়া হয়েছে।
এর আগে আজ দুপুরে কথিত যুবলীগ নেতা জি কে শামীমকে আটক করে র্যাব। এর আগে গত বুধবার যুবলীগের খালেদ মাহমুদ ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, আজ রাতে ঢাকার আরো কয়েকটি ক্যাসিনো ও কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তির বাসভবন তল্লাশি করা হবে।