নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশের সীমান্তে পাওয়া মায়ানমারের ১২০মিঃমি মর্টার শেলটি নিষ্ক্রিয়করণে কাজ করছে বিজিবির একটি টিম।
ঘুমধুম সীমান্তের ৪০/৪১ নং পিলারের ঠিক ওই পাড়ে আজ মায়ানমার আর্মি এবং আরাকান আর্মির মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘঠেছে, এসময় মায়ানমার আর্মি এসল্টে তাদের এট্যাক হেলিকপ্টার এবং যুদ্ধবিমান ব্যবহার করেছে।
এরই মধ্যে আজকে মায়ানমার থেকে ২টি শেল বাংলাদেশের ২০০ মিটার অভ্যন্তরে এসে পড়েছে।
এ নিয়ে আতংক ছড়িয়ে পড়েছে সীমান্তে বসবাসরত স্হানীয় এবং নো ম্যানস ল্যান্ডে অবস্হানরত রোহিঙ্গাদের মধ্যে।
যদি এধরণের ঘটনা পুনরাবৃত্তি ঘটে তাহলে ব্যাপক প্রাণহানির আশংকায় পড়বেন স্হানীয়রা। বর্তমানে এই সীমান্তের দায়িত্বে আছে ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।