নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ৬ সেপ্টেম্বর দুপুর ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক গজারিয়া উপজেলায় ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
সিটি ডেন্টাল কেয়ারে মনিটরিং কালে দেখা যায় যে, দাতের চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি সমূহ জীবাণুমুক্ত করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেই, সেবার মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না, বিডিএস পাশ না করেও নামের আগে ডাক্তার লিখে চিকিৎসা করছেন প্রতিষ্ঠান টির মালিক। প্রতিষ্ঠান টিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। ইব্রাহিম ডেন্টাল কেয়ারে মনিটরিং কালে দেখা যায় যে, সেবার মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। প্রতিষ্ঠান টিকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
গজারিয়া থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান অভিযানে সহযোগিতা করেন।