কুটনৈতিক প্রতিবেদক ঃ বাংলাদেশ হাই কমিশন, নতুন দিল্লীতে ৬ সেপ্টেম্বর, বিকাল ৬ টায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনের কর্মসূচির উপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এমপি’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। উক্ত সংবাদ সম্মেলনেপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনের কর্মসূচির উপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, এমপি বলেন,
প্রধানমন্ত্রীকে মঙ্গলবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে গার্ড অব অনারের মাধ্যমে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। পরবর্তিতে রাজঘাটে ভারত তথা বিশ্বের মহান নেতা মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার দুপুরে হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তিতে হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
মঙ্গলবার বিকেলে ভারতের মহামান্য রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হয়েছে। আপনারা জানেন গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী শ্রী এস. জয়শঙ্কর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজকের আনুষ্ঠানিক আলোচনা ও বৈঠককালে বাংলাদেশ-ভারত সম্পর্কের সকল দিকসমূহ বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। আমরা খোলামেলা ও আন্তরিকভাবে আমাদের অবস্থান পরস্পরকে জানিয়েছি। দু’দেশের মধ্যে কর্মকর্তা ও মন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বিভিন্ন প্রক্রিয়া, যৌথকমিটি, ওয়ার্কিং গ্রুপ ইত্যাদি মাধ্যমগুলোকে সক্রিয় করে সকল ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমাধান সন্ধানের ব্যাপারে একমত হয়েছি।
বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য-প্রযুক্তি, আইন, রেলওয়ে, কুশিয়ারা নদী থেকে ১৫৩ কিউসেক পানি উত্তোলন, বিটিভি ও প্রসার ভারতীর মধ্যে সহযোগিতা, স্যাটেলাইট সহযোগিতা প্রভৃতি ক্ষেত্রে ৭টি সমঝোতা স্মারক/চুক্তি স্বাক্ষর হয়েছে। সমঝোতা স্মারক/ চুক্তির তালিকা আপনাদের পৃথকভাবে সরবরাহ করা হবে।
আমরা আশা করছি আজ পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি যৌথ ইশতেহার প্রকাশ করা হবে। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং বন্ধুরাষ্ট্র। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক।
ভাষা ও সংস্কৃতির সাযুজ্যের কারণে আমাদের সম্পর্ক প্রগাঢ় হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধকালে সহায়তা ও স্বাধীনতা পরবর্তীকালে সহযোগিতা এ বন্ধুত্বকে বিশেষত্ব প্রদান করেছে।
দক্ষিণ এশিয়ার এ বৃহত্তম দেশ ভারত অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ইতোমধ্যেই প্রভূত সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের লক্ষ্য ও প্রচেষ্টা হচ্ছে জনগণের আর্থ সামাজিক উন্নয়ন, দারিদ্র দূরীকরণ ও জীবন যাত্রার গুণগত মানকে উচ্চতর পর্যায়ে প্রতিষ্ঠিত করা। এই পটভূমিকায় প্রধানমন্ত্রীর ভারত সফরের আজকের দিনটি অনেক বেশী গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ছিল।