ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মেজর সার্জারির ক্ষেত্রে স্বাস্থ্য সেবার নব দিগন্তের সূচনা

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ অন্যান্য উপজেলার মত ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত মাইনর সার্জিক্যাল অপারেশন হতো।
ডা শোয়েব ইমতিয়াজ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব গ্রহণের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেজর সার্জিক্যাল অপারেশন যাতে নিয়মিত ভাবে হয় সেই উদ্যোগ নেন।
এরই ফলশ্রুতিতে গত ২৯ আগস্ট প্রথম বারের মত সফল ভাবে জেনারেল সার্জারির একটি অপারেশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পন্ন হয়।
তার ই ধারাবাহিকতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সার্জিক্যাল অপরাশেন এর ক্ষেত্রে আরও একটি সফলতার দ্বার উন্মোচিত হলো।

বুধবার ৭ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোয়েব ইমতিয়াজ এর দিকনির্দেশনা ক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন হার্নিয়া আক্রান্ত রোগীর অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়।

রোগীর ক্লিনিক্যাল ডায়াগনোসিস ছিলো right sided inguinal hernia. উক্ত অপারেশন টির মেডিকেল টার্ম ছিলো herniotomy with hernioplasty. অপারেশন এ মূল সার্জন ছিলেন সার্জারি জুনিয়র কনসালটেন্ট ডাঃ তানভীর আহমেদ সনেট, সহকারী সার্জন ছিলেন মেডিকেল অফিসার ডা. নুসরাত আকতার জাহান, এনেস্থিসিয়ায় ছিলেন ডা. সৈয়দা মাহজাবিন তাহের। সার্বিকভাবে অপারেশন এর সমন্বয় সাধন করেন আবাসিক মেডিকেল অফিসার ডা সাকিফ সাব্বির।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *