নিজস্ব প্রতিনিধি ঃ দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ আলামিন খাঁন খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় গতকাল ৬ সেপ্টেম্বর মঙ্গলবার তথ্য সংগ্রহ করতে গেলে সন্ত্রাসীরা তার উপর আতর্কিত হামলা চালায়।
বর্তমানে তিনি দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সাংবাদিক আলামীন সহ তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দিঘলিয়া থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেছেন।
এই হামলার হীন ঘটনায় বিএমএসএস এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে বিএসএসএফ। তানা হয়ে আগামীতে না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।