খান জাহান আলী থানার এসআই আবদুল হকের অকাল মৃত্যুতে খুলনা পুলিশ কমিশনারের গভীর শোক প্রকাশ

Uncategorized অন্যান্য

মামুন মোল্লা (খুলনা) ঃ
গতকাল বুধবার ৭ সেপ্টেম্বর খানজাহান আলী থানার এসআই(নিঃ) আবদুল হক রাত্রিকালীন পেট্রোল ডিউটিরত অবস্থায় ০৮ সেপ্টেম্বর রাত্র ১২ টা ৫ মিনিটের সময় খুলনা সিটি বাইপাস সড়কে বিকেএসপির সামনে গাড়ি থামিয়ে রাস্তা পার হওয়ার সময় আপিল গ্রুপ এর একটি ট্রাক (যার রেজিঃ নং-যশোর শ-১১-০০০৭) বেপরোয়া গতিতে সাইড থেকে ধাক্কা দিলে এসআই(নিঃ) আবদুল হক রাস্তার উপরে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

তাৎক্ষণিকভাবে সঙ্গীয় অফিসার, ফোর্স ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধারপূর্বক রাত অনুমান ১২ টা ৪০ মিনিটের সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি যশোর জেলার বাঘারপাড়া থানার দৌলতপুর গ্রামের আফতাব আলী সরদারের ছেলে।

কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা খানজাহান আলী থানায় কর্মরত এসআই (নিঃ) আবদুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বিদেহীর আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে, ঘাতক ট্রাকটি খানজাহান আলী থানায় আটক আছে। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *