ডেস্ক রিপোর্ট : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে পারমাণবিক যুদ্ধের প্রসঙ্গ টেনে পরোক্ষভাবে ভারতকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেটা নিয়ে বিশ্বজুড়ে চলছে শোরগোল। পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ও বর্তমানে প্রধানমন্ত্রী ইমরানের এমন বক্তব্যের পর সমালোচনাই সরভ হয়েছেন ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী।
বৃহস্পতিবার ইমরানের বক্তব্যকে ‘আবর্জনা’ বলেন ভারতের সাবেক এ অধিনায়ক। গোটা বিশ্ব যে ক্রিকেটার ইমরানকে চিনে এসেছে, তার সঙ্গে এই ইমরানের কোনো মিল নেই বলেও মন্তব্য করেন সৌরভ।
পাকিস্তানের নেতৃত্ব দিয়ে ১৯৯২ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জেতেন ইমরান। অনেকের কাছেই তিনি পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে সেরা অধিনায়ক এবং সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। তবে সৌরভ মনে করেন, সেই ইমরান এখন অতীত। তার সাবেক জাতীয় দল সতীর্থ বীরেন্দর শেবাগ টুইটারে ইমরানের একটি ভিডিও শেয়ার করলে সেখানে এমন মন্তব্য করেন সৌরভ।
যুক্তরাষ্ট্রের এমএসএনবিসি টিভি চ্যানেলের টক শো ‘মর্নিং জো’ অনুষ্ঠানে দেশটির সমালোচনা করেন ইমরান, ‘এই অর্থহীন যুদ্ধে যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে টাকা ঢালছে চীন তখন প্রথম বিশ্বের অবকাঠামো গড়ে তুলছে। চীনে গিয়ে দেখুন ওদের অবকাঠামো। আমি তো নিউইয়র্কে এসে দেখছি গাড়িগুলো ধাক্কা খাচ্ছে।’
অনুষ্ঠানের সঞ্চালক অবশ্য ইমরানকে ছেড়ে কথা বলেননি। তিনি জবাব দেন, ‘আপনার কথা প্রধানমন্ত্রীসুলভ নয়। মনে হচ্ছে ব্রোনক্সের (যুক্তরাষ্ট্রের শহর) কোনো ঢালাইকর যুক্তরাষ্ট্রের অবকাঠামো নিয়ে অভিযোগ করছে।’
ভারতের সাবেক ওপেনার শেবাগ ইমরানের এ টক শো-র ভিডিও টুইটারে শেয়ার করে মন্তব্য করেন, ‘সঞ্চালক বললেন, আপনার কথা ব্রোনক্সের ঢালাইকরের মতো। কিছুদিন আগে জাতিসংঘে করুণ বক্তৃতার পর এই লোকটা সম্ভবতা নিজেকে ছোট করার নতুন নতুন পথ বের করছে।’
শেবাগের পোস্ট করা এ ভিডিওতে নিজের জবাবে সৌরভ লেখেন, ‘এটা দেখে চমকে গেছি…নজিরবিহীন কথাবার্তা। জগতে শান্তি দরকার…পাকিস্তানের মতো দেশে সবচেয়ে বেশি প্রয়োজন…আর তাদের নেতা এসব আবর্জনাসুলভ কথা বলছে। বিশ্ব যে ক্রিকেটার ইমরানকে জানত, সে তা নয়। জাতিসংঘে বক্তৃতাটা খুব বাজে হয়েছে।’