নিজস্ব প্রতিবেদক ঃ মঙ্গলবার ৪ অক্টোবর নবমীর সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম মাহিগঞ্জ থানাধীন পূজামণ্ডপসমূহ পরিদর্শন ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি সমাবেশে যোগদান করেন।
এ সময় পূজা উদযাপন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচছা প্রদান করেন।
সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি উপস্থিত সকলকে সামাজিক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে পূজা উদযাপনের আহবান জানান।
একই সাথে তিনি পূজা উদযাপন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন।
পূজামণ্ডপ পরিদর্শন কালে ও সম্প্রীতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আবু বকর সিদ্দীক ও মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।
