নিজস্ব প্রতিবেদক ঃ মঙ্গলবার ৪ অক্টোবর, হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমীর সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পরশুরাম থানাধীন পূজামণ্ডপসমূহ পরিদর্শন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর) মোঃ আইনুল হক এবং পরশুরাম জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ সোহানুর রহমান সোহাগ।
এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার পূজামন্ডপসমূহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে শুভেচছা উপহার পরিদর্শনকৃত পূজামন্ডপসমূহের পরিচালনা কমিটির হাতে তুলে দেন।
পরিদর্শনকালে তিনি পূজামন্ডপসমূহে আয়োজিত সম্প্রীতি সমাবেশে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গীয় কর্মকর্তাগণ সহ পরশুরাম থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ সমাবেশে অংশ নেন।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার পূজা উদযাপনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান উপভোগের আহবান জানান।
