নিজস্ব প্রতিবেদক : ১০ হাজার টাকা মুচলেকায় বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। সেই সঙ্গে আগামী ১১ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন।
এর আগে হাফিজের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করে পুলিশ। অন্যদিকে হাফিজের জামিন আবেদন করেন তার আইনজীবীরা। রোববার বিকাল ৩ টায় রিমান্ড ও জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত মামলার পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
একই মামলায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত কর্নেল মুহাম্মদ ইসহাক মিয়ানকে শনিবার ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৭/৩১/৩৫ ধারায় পল্লবী থানায় র্যাবের দায়ের করা মামলায় এ দুজনকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ।