নিজস্ব প্রতিবেদক ঃ বেশ কিছদিন ধরে একজন সাইবার অপরাধী আইডি হ্যাক করে একজন নারী ফেসবুক ইউজারকে ব্ল্যাকমেইল করে আসছিল। এ বিষয়ে গত ২৩ সেপ্টেম্বর ২০২০ সালে ডিএমপি ঢাকার মুগদা থানার মামলা নং: ৩৩, ধারা: ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(২)/৮(৩) রজু হয়।
মামলাটি সংশ্লিষ্ট বিভাগের এসি ধ্রুব জ্যোতির্ময় গোপ এর নেতৃত্বে ইন্টারনেট রেফারেল টিম তদন্ত করে কাতারে অবস্থানকারী আসামী আল আমিন গাজীকে (২৮) শনাক্ত করলে তার বিরুদ্ধে গত ২৩ মে ২০২১ সালে মুগদা থানার অভিযোগ পত্র নং: ২৩০/২৩০(ক) দাখিল করা হয়।
আসামী আল আমিন গাজীকে কাতার থেকে ফেরৎ পাঠানো হলে বৃহস্পতিবার ২০ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে তাকে গ্রেফতার করা হয়।