নোবেল পেলেন আরো এক বাঙালি

আন্তর্জাতিক

ডেস্ক রিপোর্ট : রবীন্দ্রনাথ ঠাকুর ও অমর্ত্য সেন ড. মুহাম্মদ ইউনূসের পর আরো এক বাঙালি পেলেন নোবেল। দারিদ্র্য দূরীকরণ নিয়ে তার উল্লেখযোগ্য কাজের জন্য এই সম্মান দেয়া হলো।


বিজ্ঞাপন

অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভুত অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অর্থনীতিবিদ এস্থার ডাফলো এবং মিকেল ক্রেমারের সঙ্গে একযোগে পৃথিবীর সর্বোচ্চ সম্মান পেলেন এই বাঙালি অর্থনীতিবিদ।


বিজ্ঞাপন

কোলকাতার প্রেসিডেন্সি কলেজেই পড়াশোনা অভিজিতের। আরো এক নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ছাত্র ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর প্রেসিডেন্সির জন্য যে মেন্টর গ্র‌ুপ তৈরি করেছিলেন, সেই গ্র‌ুপের সদস্য ছিলেন অভিজিত্‍। অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এস্থার ডাফলো একজন ফরাসি-মার্কিন অর্থনীতিবিদ এবং মিকেল ক্রেমার মার্কিন অর্থনীতিবিদ।

১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন অমর্ত্য সেন। রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন ও মহম্মদ ইউনূসের পর আরও এক আদ্যন্ত বাঙালি পেতে চলেছেন এই সর্বোচ্চ সম্মান। দারিদ্র্য দূরীকরণ নিয়ে তার উল্লেখযোগ্য কাজের জন্য এই সম্মান দেয়া হলো তাকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *