নিজস্ব প্রতিনিধি ঃ র্যাব-১২ এর সিপিএসসি সিরাজগঞ্জ কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন ৮নং দেশীগ্রাম ইউনিয়নের দোগাড়িয়া গ্রামের জনৈক মোঃ সোলাইমান হোসেন এর বাড়ীর সামনে একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
মঙ্গলবার দুপুর ২ টা ৪৫ মিনিটের সময় পরিচালিত এই অভিযানে গ্রেফতার করা হয় ৩ মাদক কারবারিকে। এ অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫৪ বোতল ফেন্সিডিল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয় ।
র্যাব-১২ এর সিপিএসসি-সিরাজগঞ্জ কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন জামতৈল রেল ষ্টেশনের ১৫০ গজ সামনে ষ্টেশন হইতে থানা মুখী রাস্তার সিএনজি ষ্ট্যান্ডের পিছনে একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
একই দিনে সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটের সময় পরিচালিত এই অভিযানে গ্রেফতার করা হয় ২ মাদক কারবারিকে।
এ অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯৮ বোতল ফেন্সিডিল।
